বরিশাল রণক্ষেত্র: সব ধরনের যান চলাচল বন্ধ

বাসে হাফ ভাড়াকে কেন্দ্র করে সরকারি বরিশাল বজ্রমোহন (বিএম) কলেজের ছাত্রদের সাথে নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা চলছে। এতে পুরো নথুল্লাবাদজুড়ে রণক্ষেত্রে পরিনত হয়েছে।

গুরুত্বর আহত প্রায় অর্ধশতাধিক ছাত্রকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা প্রায় ২০ টি বাস ভাঙচুর করেছে।

এ রির্পোট লেখা পর্যন্ত শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে আটটা পর্যন্ত পুরো বাস টার্মিনাল এলাকা ছাত্রদের দখলে রয়েছে।

ওইদিন সন্ধ্যা ছয়টা থেকে সংঘর্ষ শুরুর পর থেকে নথুল্লাবাদ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পরেছেন এ রুটে চলাচল করা যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিএম কলেজের ছাত্র মো. রাজু বলেন, শনিবার হিজলা থেকে বিএম কলেজের ছাত্র আবু বক্কর  বরিশালগামী একটি বাসে আসছিলেন। এসময় বাসের সুপারভাইজারকে আবু বক্কর হাফ ভাড়া দিতে চায়। কিন্তু বাসের সুপার ভাইজার হাফ ভাড়া না নিয়ে আবু বক্করের সাথে বাগবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে তাকে (বক্কর) বাসের স্টাফরা মারধর করে গুরুত্বর আহত করে।

তিনি আরও জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে বিএম কলেজের ছাত্ররা নথুল্লাবাদ বাসটার্মিনালে গিয়ে শ্রমিক নেতাদের কাছে বিষয়টির অভিযোগ দেন।

এসময় বাস টার্মিনালে উপস্থিত শত শত শ্রমিকরা লাঠিসোটা নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এ হামলার খবর পেয়ে বিএম কলেজসহ বরিশাল সরকারি হাতেম আলী কলেজের ছাত্ররা জড়ো হয়ে শ্রমিকদের ওপর পাল্টা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-শ্রমিক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলাকালীন পুরো নথুল্লাবাদ এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started