মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামীম আহমদ । তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বর্নি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোয়ন ফরম ক্রয় করলেন।
এর আগে তিনি দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার জীবন বৃত্তান্ত জমা দেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের কাছে। পরে বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, স্থানীয় সাংসদ. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ মোহাম্মদ শাহাব উদ্দিনের আহব্বানে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত উপজেলার সকল মনোয়ন প্রত্যাশীদের নীয়ে শপত গ্রহন অনুষ্টানে উপস্থিত থেকে শপথ নেন। ইউপি নির্বাচনে দল থেকে মনোয়ন বঞ্চিত হলে কোন অবস্থায় দলের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করবেন না।
আজ সকালে তিনি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে দলের মনোয়ন ফরম সংগ্রহ করেন।
